সারাদেশ

হাতিয়ায় যাত্রীবাহী স্পীডবোট ডুবি ২৮ জন জীবিত উদ্ধার

  প্রতিনিধি ২৩ জুন ২০২৫ , ২:১৩:৪০

শেয়ার করুন

শাহাদাত হোসাইন, হাতিয়া প্রতিনিধি-

নোয়াখালী হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী স্পিডবোর্ড ডুবির ঘটনা ঘটেছে।

এতে ২৮ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার উপজেলার চেয়ারম্যান ঘাট নলচিরা রুটের যাত্রীবাহী স্পিডবোর্ডটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে বউবাজার এলাকার মেঘনা নদীতে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

জীবিত উদ্ধার হওয়া যাত্রী পল্লী চিকিৎসক ফয়সাল জানান,২৭ জন যাত্রী নিয়ে স্পীড বোটটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসে। এটি বৌ বাজার এলাকায় পৌঁছালে বোটের তলা পেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরিয়ে তীরে উঠে আসে।

তিনি অভিযোগ করে বলেন, বোটটিত অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দূর্ঘটনা ঘটে। যাত্রী উঠানোর সময় একাধিকবার বোট চালককে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধ করা হলেও তিনি শুনেন নি।

এই বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন,স্পীড বোটটি নদীর তীরে এসে দূর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ও চালক সবাই জীবিত উদ্ধার হয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content