প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ৫:৫৮:০২

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা ছাত্রদল ও হাতিয়া পৌরসভা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
হাতিয়া উপজেলা ছাত্রদল
আহ্বায়ক: মো. রিয়াজ উদ্দিন (রিয়াজ মাহমুদ)
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিরুল ইসলাম (আইয়ুব চৌধুরী)
সদস্য সচিব: আব্দুল হালিম
হাতিয়া পৌরসভা ছাত্রদল
আহ্বায়ক: শরিফুল ইসলাম দুখু
সদস্য সচিব: ফরহাদ মাহমুদ
কেন্দ্রীয় ছাত্রদল আশা প্রকাশ করেছে, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে হাতিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রদল সাংগঠনিকভাবে আরও সুসংহত ও সক্রিয় ভূমিকা পালন করবে।
স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও এ নির্দেশনাকে ঘিরে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব গঠনের এই প্রক্রিয়া স্থানীয় ছাত্রদলের কার্যক্রমে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে।
উল্লেখ্য, ছাত্রদল দেশের অন্যতম বৃহৎ জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে আসছে।

















