সারাদেশ

হাতিয়ায় নবগঠিত ছাত্রদল কমিটিকে স্বাগত জানিয়ে হরনী ইউনিয়নে আনন্দ মিছিল!

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৫ , ৬:২৪:২৮

শেয়ার করুন

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাতিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল করেছে ১নং হরণী ইউনিয়ন ছাত্রদল। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ১নং হরণী ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক জিসান, সাধারণ সম্পাদক ইউসুফ উদ্দিন, সহ-সভাপতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম নিশো সহ ইউনিয়ন এবং ইউনিট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

মিছিলটি হরণী ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। নেতৃবৃন্দ বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে হাতিয়া উপজেলা ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। তারা আরও বলেন, ছাত্রদলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে এই আনন্দ মিছিলকে সফল করেছেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content