সারাদেশ

হাতিয়া উপজেলায় জিয়া সাইবার ফোর্সের তিন ইউনিয়ন কমিটি বিলুপ্ত

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩৬:২৫

শেয়ার করুন

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া সাইবার ফোর্স এর তিনটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ০৫-০৯-২০২৫ইং সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়। বিলুপ্ত ঘোষিত ইউনিয়নগুলো হলো—

১নং হরিণী ইউনিয়ন কমিটি

তমরদ্দি ইউনিয়ন কমিটি

চরকিং ইউনিয়ন কমিট

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান কমিটির সকল পদ-পদবী ও সাংগঠনিক কার্যক্রম বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত ইউনিয়নগুলোতে জিয়া সাইবার ফোর্সের নামে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

সংঘঠনের সিনিয়র সাধারণ সম্পাদক ইমন উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, “অচিরেই সাংগঠনিক শৃঙ্খলা ও নতুন কাঠামো গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন কমিটি ঘোষণা করা হবে।”

হাতিয়া উপজেলায় এই সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবি, “সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং কার্যকর নেতৃত্ব গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”


শেয়ার করুন

আরও খবর

Sponsered content