সারাদেশ

শিক্ষক হাফেজ নোমান এর হুমকি-ধমকিতে আতঙ্কে অধ্যক্ষ ও সহকর্মীরা

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৩১:২৪

শেয়ার করুন

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় শিক্ষক হাফেজ নোমান সাহেবের বিরুদ্ধে অধ্যক্ষকে হুমকি দেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। রাজনৈতিক ক্ষমতার প্রভাবে তিনি মাদ্রাসায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, সম্প্রতি একাধিকবার হাফেজ নোমান সাহেব মাদ্রাসার অধ্যক্ষের ওপর প্রকাশ্যে চড়াও হন। এমনকি দৌঁড়ে গিয়ে মারধরের চেষ্টা করেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় তিনি অধ্যক্ষকে হুমকি দিয়ে প্রশাসনিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেন।

মাদ্রাসার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নোমান সাহেব রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আমাদের ভয়ভীতি দেখান। কেউ তার বিরোধিতা করতে সাহস করে না। আমরাও তার কাছে অসহায় হয়ে পড়েছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি হাতিয়া উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর থেকে তার প্রভাব দ্বিগুণ হয়েছে। ওই রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি মাদ্রাসায় দাপট দেখাচ্ছেন বলে অভিযোগ শিক্ষকদের।

এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে, একজন অভিভাবক বলেন, “যেখানে শিক্ষকরা নিরাপদ নন, সেখানে আমাদের সন্তানরা কীভাবে পড়াশোনা করবে? প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে মাদ্রাসার সুনাম নষ্ট হবে।”

এক শিক্ষার্থী বলেন, “আমরা চাই মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবেশ থাকুক। রাজনৈতিক দ্বন্দ্ব বা হুমকি-ধমকি যেন না থাকে।”

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তবে সহকর্মী শিক্ষকরা মনে করছেন, অধ্যক্ষও নোমান সাহেবের প্রভাবের কাছে অসহায় হয়ে পড়েছেন।

সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দাপট বরদাশতযোগ্য নয়। দ্রুত তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content