সারাদেশ

ভয়াবহ এসি বিস্ফোরণ: যাত্রাবাড়ীতে একই পরিবারের ৪ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৬:২৭:৩১

শেয়ার করুন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি আবাসিক ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

​দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তুহিন পেশায় একজন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।

​স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের চার সদস্য নিজেদের কক্ষে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণের পর পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় চারজনই দগ্ধ হন। প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

​চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ চারজনেরই শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content