সারাদেশ

তমরদ্দি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ছাত্রদলের প্রথম কমিটি ঘোষণা

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০:১১:১৭

শেয়ার করুন

শাহদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাতিয়া উপজেলার তমরদ্দি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখার প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে।

১৯২২ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রথম ছাত্রদলের কমিটি গঠিত হলো। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নবগঠিত কমিটির নেতৃত্বে
প্রথমবারের মতো গঠিত তমরদ্দি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জাহিদুল ইসলাম (তারিফ) কে সভাপতি করে এবং রকিবুল হাসান (নিহাদ) কে সাধারণ সম্পাদক (১৪) বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভাপতি জাহিদুল ইসলাম তারিফ বলেন, “তমরদ্দি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইতিহাসে ছাত্রদলের প্রথম কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। এ কমিটির মাধ্যমে আমাদের মাদ্রাসার ছাত্ররাজনীতির নতুন দিগন্তের সূচনা হবে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হবে একটি আদর্শিক, সক্রিয় ও সংগঠিত কমিটি গঠন করা, যারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সর্বদা সোচ্চার থাকবে।”

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দিয়েছেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content