প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ৫:৪৪:১৯

সংবাদ –
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ দেশটির দায়িত্বশীল বৈশ্বিক ভূমিকাকে আরও শক্তিশালী করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের গণতন্ত্র, স্বচ্ছতা ও মানবিক সংহতির প্রতি অঙ্গীকার তুলে ধরেছেন।
নিউইয়র্ক সফরে তিনি উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখেন, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং রাজনৈতিক দলের ছয় প্রতিনিধি নিয়ে মর্যাদাপূর্ণ প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য, জলবায়ু সহনশীলতা, মানব উন্নয়ন এবং গণতান্ত্রিক শাসনের বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন।
সফরের মূল বিষয়ে রোহিঙ্গা সংকটের জন্য মানবিক সহায়তা, নিরাপদ প্রত্যাবাসন ও বৈশ্বিক মনোযোগ বজায় রাখার আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে রোহিঙ্গাদের সহায়তায় ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি আসে।
এছাড়া, বিদেশে কর্মসংস্থান ও শ্রমবাজার সম্প্রসারণের নতুন সুযোগ উন্মোচিত হয়েছে, যা প্রবাসী আয় বৃদ্ধি ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করতে সহায়ক হবে।

















