ঢাকা

টঙ্গীতে বিএনপির মতবিনিময় সভা ও ৩১ দফা লিফলেট বিতরণ

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৫ , ৯:৩৮:৪৪

শেয়ার করুন

গাজীপুর, ৪ অক্টোবর:

গাজীপুরের টঙ্গীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে এক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাজী মোহাম্মাদ জসিম উদ্দিন ভাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি দেশের গণতান্ত্রিক মুক্তির দিশারি। বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে।”

মহানগর যুবদলের সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আবু ইউসুফ সুমনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী হারুন এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ শতাধিক নেতা-কর্মী।

বক্তারা আরও বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে লিফলেট বিতরণ করা হয়, যেখানে বিএনপির ৩১ দফা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নাগরিক অধিকারের বিষয়ে জনগণকে অবহিত করা হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content