প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৩:১৩:০২

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রসচিবের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন একান্তভাবে দেশের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের এ ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, “এমন মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো। নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়, তবে বাংলাদেশ সরকার একমাত্র সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্রসচিবের মন্তব্য ছিল, আগামী জাতীয় নির্বাচনে যেই দলই জয়ী হোক, নির্বাচন যদি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, তবে ভারত তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।
এছাড়া, তৌহিদ হোসেন রাষ্ট্রপতির পাঠানো চিঠি, তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা, এবং বিদেশে ভিসা জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।











