জাতীয়

ভোটার তালিকা চূড়ান্ত: ১৮ নভেম্বর প্রকাশ করবে ইসি

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ১০:২৫:২৩

শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকার ভুল সংশোধন করতে সংশোধনকারী কর্তৃপক্ষ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এ বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেন ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০০৭ সালের ৩১ অক্টোবরকে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ ধরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে।

ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে ১ নভেম্বর, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর এবং দাবী-আপত্তি নিষ্পত্তি হবে ১৭ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে দেশের মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১২৩০ জন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content