খেলাধূলা

আফগানিস্তানের ইতিহাস গড়া জয়ে বাংলাদেশকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৫ , ১০:১৩:৩৬

শেয়ার করুন

আবুধাবিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ব্যাটিং বিপর্যয় কাটাতে ব্যর্থ বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো মেহেদী হাসান মিরাজের দল। এটি ওয়ানডে ফরম্যাটে আফগানদের সবচেয়ে বড় জয় এবং আবুধাবির মাটিতে সর্বোচ্চ ব্যবধানের জয় হিসেবে নতুন রেকর্ডও গড়েছে তারা।

২৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ৫৪ বলে ৪৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা ছিলেন একেবারে নিষ্প্রভ। দলের বাকি ব্যাটারদের মধ্যে কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

আফগানিস্তানের পেসার বিলাল সামি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার করে ম্যাচের সেরা বোলার হন (৫/৩৩)। রশিদ খান নেন ৩ উইকেট মাত্র ১২ রানে। ওমরজাই ও মোহাম্মদ নবী নেন একটি করে উইকেট।

এই হারের ফলে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ—যা টাইগারদের জন্য একটি বড় ধাক্কা।


শেয়ার করুন