প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৫ , ৫:০৫:০১

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় টাইগাররা। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অতিথিরা।
টস জিতে আগে ব্যাট করে উইন্ডিজ শুরুটা করেন সাবধানীভাবে। আথানেজ (৩৪) ও ব্র্যান্ডন কিং (৩৩) ফিরিয়ে জোড়া আঘাত আনেন তাসকিন আহমেদ। তবে এরপর আর কোনো উইকেট হারায়নি দলটি। অধিনায়ক শেই হোপ ২৮ বলে অপরাজিত ৪৬ এবং রোভম্যান পাওয়েল ২৮ বলে ৪৪ রানে ঝড় তোলেন। শেষ ওভারে তানজিম হাসানের টানা তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে দলকে নিয়ে যান ১৬৪ রানে।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৫৭ রানে টপ অর্ডারের ৫ ব্যাটার ফিরেন সাজঘরে। তাওহিদ হৃদয়ের ২৮ রানের পর আর কেউ বড় ইনিংস গড়তে পারেননি। শেষ দিকে তানজিম সাকিবের ৩৩ ও নাসুম আহমেদের ২০ রানে ব্যবধান কমলেও পরাজয় এড়ানো যায়নি।
শেষ ওভারে তাসকিন আহমেদের ছক্কায় সামান্য আশার আলো জ্বলেও তা নিভে যায় দ্রুত—হিট আউট হয়ে ফেরেন তিনি। ফলে ব্যাটিং ব্যর্থতায় ১৬ রানের পরাজয়ে হতাশার সূচনা হয় বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের।

















