সারাদেশ

সোনাগাজীতে জিয়া সাইবার ফোর্স নেতা মোঃ সোহেলকে সংবর্ধনা

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৫ , ৩:০২:১০

শেয়ার করুন

ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে “সমবায় বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদ”-এর আয়োজনে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ সোহেলকে এক আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও চর চান্দিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নুর নবী। উপস্থিত ছিলেন জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি জনাব সাকিব আলাউদ্দিন, জনাব হুমায়ুন কবির, রাকিব, রবিন, বাবু, রাহিম, শরিফসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী এবং এলাকার প্রবীণ সমাজের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন ও অফলাইনে সমন্বিতভাবে দলের ভাবমূর্তি রক্ষা ও গুজব প্রতিরোধে জিয়া সাইবার ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত তরুণ সমাজকে সংগঠিত করতে সাইবার ফোর্স অগ্রণী ভূমিকা পালন করছে।

সংবর্ধিত অতিথি জনাব মোঃ সোহেল তার বক্তব্যে ২০১৫ সাল থেকে জিয়া সাইবার ফোর্স কীভাবে অনলাইন মাধ্যমে সরকারের দমননীতি উপেক্ষা করে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসছে তা তুলে ধরেন। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি সামনে আসন্ন জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক মনোনীত প্রার্থীর পক্ষে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীরা মোঃ সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content