আইন-শৃঙ্খলা

নভেম্বরে নতুন পোশাকে হাজির হচ্ছে পুলিশ বাহিনী

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৫ , ৪:৫৯:০২

শেয়ার করুন

সংবাদ:

আগামী নভেম্বর মাস থেকেই নতুন পোশাকে দেখা যাবে পুলিশ সদস্যদের। পরিবর্তিত ইউনিফর্মের রং নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) ধূসর আভাযুক্ত রঙে।

সূত্র জানিয়েছে, প্রথম ধাপে দেশের মেট্রোপলিটন পুলিশ সদস্যরাই নতুন এই পোশাক পাবেন। এরপর পর্যায়ক্রমে সারাদেশের জেলা পর্যায়ের পুলিশ সদস্যদের কাছেও পৌঁছে দেওয়া হবে নতুন ইউনিফর্ম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নির্বাচনের আগেই সব নিরাপত্তা বাহিনীকে নতুন পোশাকে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত রঙ অনুযায়ী— পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রঙের, র‍্যাবের জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যেই নতুন পোশাক আনুষ্ঠানিকভাবে দেখা যাবে। ওই দিন থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ অন্যান্য মেট্রোপলিটন পুলিশ নতুন ইউনিফর্ম পরিধান শুরু করবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর কাঠামো ও পোশাকে পরিবর্তনের দাবি ওঠে। সাধারণ পুলিশ সদস্যদের দীর্ঘদিনের সেই দাবির পরিপ্রেক্ষিতেই চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content