নির্বাচন

গাজীপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ড. হাফিজুর রহমান: তরুণ নেতৃত্বে নতুন প্রত্যাশা

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ১:৪৯:৫৩

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:

গাজীপুর জেলার নতুন সংসদীয় আসন গাজীপুর-৬-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তরুণ শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. হাফিজুর রহমান। দলের পক্ষ থেকে তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই গাজীপুরজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, উৎসাহ ও কৌতূহল—কে এই তরুণ অধ্যাপক যিনি এত দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে?

গত শুক্রবার (১০ অক্টোবর) গাজীপুর মহানগর জামায়াতের রুকন সম্মেলনে দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সম্মেলনে মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর মু. খায়রুল হাসান, সেক্রেটারি আ স ম ফারুক ও গাজীপুর সদর মেট্রো থানা আমীর মো. সালাহউদ্দিন আইউবীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, অধ্যাপক ড. হাফিজুর রহমান একজন সৎ, নীতিনিষ্ঠ ও মেধাবী নেতৃত্বের প্রতীক। তরুণ প্রজন্মের মাঝে তিনি যেমন গ্রহণযোগ্য, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর গবেষণা ও একাডেমিক পরিচিতি রয়েছে।

 

শিক্ষা ও কর্মজীবন

গাজীপুরের কালনী গ্রামে জন্ম নেওয়া ড. হাফিজুর রহমানের প্রাথমিক শিক্ষা শুরু হয় কালনী ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে। পরবর্তীতে তিনি টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ২০১৪ সালে তুরস্ক সরকারের বৃত্তিতে গাজীপাশা বিশ্ববিদ্যালয় (আঙ্কারা) থেকে পিএইচডি সম্পন্ন করেন।

বর্তমানে তিনি তুরস্কের তোকাত গাজি ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, পাশাপাশি সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

অধ্যাপক ড. হাফিজুর রহমান গবেষণা ও লেখালেখিতে সমানভাবে পরিচিত। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হলো—

‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’

‘আমার দেখা তুরস্ক’

‘ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্র ধারণা’

এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

তিনি সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)-এর চেয়ারম্যান, বাংলাদেশ অনলাইন স্কুল তুর্কিয়ে-এর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ফোরাম অব তুর্কিয়ে-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি সক্রিয় ছিলেন ছাত্ররাজনীতিতেও। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর-এর সাবেক সেক্রেটারি ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গাজীপুরে নতুন উচ্ছ্বাস

গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে অধ্যাপক ড. হাফিজুর রহমানের প্রার্থিতা তরুণ সমাজে নতুন উৎসাহ তৈরি করেছে। শিক্ষাবিদ, গবেষক ও আন্তর্জাতিকভাবে পরিচিত একজন তরুণ হিসেবে তাঁর নাম ঘোষণাকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

তাদের মতে, গাজীপুর-৬ আসনে সৎ, মেধাবী ও আধুনিক দৃষ্টিভঙ্গির নেতৃত্ব হিসেবে ড. হাফিজুর রহমান নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতীক হয়ে উঠতে পারেন।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content