সারাদেশ

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের মিছিলে ‘অবৈধতার’ অভিযোগ, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের প্রতিবাদ মিছিল

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ৩:১৭:৩১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক সাভার- মো রুহুল আমিন (আলামিন)

সাভারে গণতন্ত্র ও অধিকার রক্ষায় ছাত্রদল-যুবদলের সাহসী বিক্ষোভ
​ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের কথিত ‘নিষিদ্ধ’ ও ‘অবৈধ’ মিছিলের মাধ্যমে সৃষ্ট রাজনৈতিক অরাজকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ও জোরালো প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল।
​গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ক্যাম্পাসে সুস্থ রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলমের সুস্পষ্ট নির্দেশনায় শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালন করা হয়, যা সততা ও সাহসিকতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
​নেতৃত্ব দানকারী তরুণ নেতারা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের অবিচল আস্থা পুনর্ব্যক্ত করে ছাত্র সমাজের অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময়
​মিছিলের নেতৃত্বে দেন
​মোঃ আলোকুর রহমান (জাতীয়তাবাদী ছাত্রদলের, জা.বি. যুগ্ম আহবায়ক), যিনি ক্যাম্পাস গণতন্ত্রের পক্ষে জোরালো আওয়াজ তোলেন।
​কমল চন্দ্র (সাভার থানা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী), যিনি সংগঠনের ভিত্তি শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
​আতিকুর রহমান রাজু (সাভার কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক), যিনি ছাত্রসমাজের ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
​এই বিক্ষোভে সাভারের সাধারণ মানুষ ও ছাত্রসমাজ গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস ও প্রেরণা খুঁজে পেয়েছে বলে জানা যায়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content