প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ১০:৪৩:৪২

সংবাদ:
আসন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “দেশ বর্তমানে এক অনিশ্চিত সময় অতিক্রম করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চলছে।”
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি ও আলোচনা সভা, অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে ডকুমেন্টারি ও ভিডিওচিত্র প্রদর্শন, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশসহ নানা আয়োজন।











