প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ১১:৫৮:৩৩

হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি:
সোনাদিয়া ইউনিয়ন তাঁতীদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে মো. আশিকুল ইসলাম সোহেল-কে সভাপতি এবং মো. রবিউল ইসলাম জাবের -কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ৩১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।।
কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি সোনাদিয়া ইউনিয়নের স্থানীয় তাঁতিদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় তাঁত শিল্পের উন্নয়ন, তাঁতিদের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, তাঁত শিল্প বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এই খাতের উন্নয়নে সংগঠনের কার্যকর ভূমিকা অপরিহার্য। নবনির্বাচিত সভাপতি মো.আশিকুল ইসলাম সোহেল বলেন,“আমরা সোনাদিয়ার তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতে কাজ করব।
“তাঁতিদের আর্থিক সুরক্ষা ও সরকারি সহায়তা নিশ্চিত করতে ইউনিয়ন তাঁতীদল নিয়মিত উদ্যোগ নেবে।”স্থানীয় তাঁতিদের প্রশিক্ষণ ও বাজার সংযোগ বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হবে।”
নতুন নেতৃত্বের প্রতি স্থানীয় তাঁতিদের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে যে, তাঁরা ঐক্যবদ্ধভাবে সোনাদিয়ার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

















