সারাদেশ

সাতক্ষীরায় মাংস ব্যবসায়ী সিন্ডিকেটের ষড়যন্ত্রে কোণঠাসা কুলিয়ার কাদের ভাই

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ৩:৩২:৫৩

শেয়ার করুন

মো:রিয়াজুল ইসলাম,স্টাফ রিপোর্টার_

সাতক্ষীরার কুলিয়ার কাদের ভাই যিনি সকলের কাছে একজন পরিচিত মুখ । বর্তমানে তিনি মাংস ব্যবসায়ী হিসেবে সাতক্ষীরার জনপ্রিয় রেস্তোরা ” কাচ্চি ডাইন” এ মাংস সরবারহের কাজে নিয়োজিত ছিলেন।

যিনি সততা আর নীতি নিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন। আজ তিনি ব্যবসায়িক সিন্ডিকেটের ষড়যন্ত্রের শিকার। আমরা সবাই জানি, এই সিন্ডিকেটগুলো কীভাবে সৎ ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। কিন্তু একজন মানুষ, যিনি নিজের মূল্যবোধ থেকে এক চুলও সরেননি, তাকে এভাবে কোণঠাসা করাটা মেনে নেওয়া যায় না।
​আমরা তাদের বলতে চাই- ষড়যন্ত্রের জাল হয়তো আপনারা বুনতে পারেন, কিন্তু একজন সৎ মানুষের আদর্শকে কখনো হারাতে পারবেন না। ভালো মানুষটিকে সমর্থন করুন, যাতে এই অন্যায়ের বিরুদ্ধে তিনি মাথা উঁচু করে দাঁড়াতে পারেন।
​অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর রেখা ঠিকই ফুটবেই।
​আমরা সবাই জানি, আমাদের সমাজের ব্যবসার ক্ষেত্রে বড় একটি সিন্ডিকেট সক্রিয়। সম্প্রতি সেই সিন্ডিকেটের অশুভ থাবার শিকার হয়েছেন আমাদের পরিচিত একজন অত্যন্ত ভালো মনের মানুষ ও ব্যবসায়ী। হয়তো সাময়িকভাবে তিনি কষ্টের মধ্যে আছেন, কিন্তু তার সততা, ধৈর্য এবং দৃঢ়তা— এগুলোই তার সবচেয়ে বড় সম্পদ।
​আমরা বিশ্বাস করি, সত্যের জোর ষড়যন্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যারা অন্যায় করছে, তারা হয়তো সাময়িক লাভবান হবে, কিন্তু শেষ পর্যন্ত জয় হবে নীতির।
​আপনি একা নন। আমরা আপনার সাথে আছি। আপনার সততাই আপনার সবচেয়ে বড় শক্তি।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content