ঢাকা

গাজীপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা স্থগিত: জোট সমন্বয় নাকি আইনি জটিলতা?

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ৭:১০:১৫

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে গাজীপুর-৬ আসনের প্রার্থী ঘোষণা এখনো স্থগিত রেখেছে দলটি। এতে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে।

দলীয় সূত্রে জানা যায়, গাজীপুর-৬ আসনে বিএনপির পাশাপাশি জোটভুক্ত শরিক দলের কয়েকজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। ফলে জোটের সমন্বয় ও আলোচনার স্বার্থে চূড়ান্ত ঘোষণা স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে, এ আসনটি নিয়ে সম্প্রতি হাইকোর্টে করা একটি রিটও আলোচনায় রয়েছে। রিটটি মূলত বাগেরহাট ও গাজীপুরের কিছু এলাকার সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত, যা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে জানা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, প্রার্থী ঘোষণায় বিলম্বের পেছনে একাধিক কারণ কাজ করছে। একদিকে জোট রাজনীতির ভারসাম্য রক্ষা, অন্যদিকে আদালতের রায়ের অপেক্ষা—দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া স্থানীয় পর্যায়ে একাধিক শক্তিশালী প্রার্থীর তৎপরতাও সিদ্ধান্তে বিলম্ব ঘটাচ্ছে।

দলীয় নেতারা ইঙ্গিত দিয়েছেন, আইনি জটিলতা কাটলেই এবং জোটের সঙ্গে আলোচনা শেষ হলে গাজীপুর-৬ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। এর মাধ্যমে স্পষ্ট হবে, আসনটি বিএনপি নিজে রাখছে নাকি জোটের কোনো শরিকের হাতে তুলে দিচ্ছে।

রাজনৈতিক মহলে এখন প্রশ্ন একটাই — গাজীপুর-৬ আসনটি শেষ পর্যন্ত কার দখলে যাবে, বিএনপি প্রার্থী নাকি জোটের কেউ?


শেয়ার করুন

আরও খবর

Sponsered content