প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৪:৪১:৩২

শাহাদাত হোসেন,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রামস্থ হাতিয়া ফোরামের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদস্থ জামান রেস্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি দিনাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জহির উদ্দিন, এ কে এম শামসুদ্দিন আহমেদ শরীফ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুনসহ ফোরামের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এ দিবসের চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি নেতাকর্মীরা আজও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের কোভিড মহামারির সময় মানবতার কল্যাণে চট্টগ্রামস্থ হাতিয়া ফোরাম আত্মপ্রকাশ করে এবং ২০২০ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ফোরামটি অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কর্মহীনদের সহায়তা প্রদানসহ নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ফোরামের সদস্যরা কাজ করে যাচ্ছেন। দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিএনপির সংগঠিত কার্যক্রম আরও গতিশীল করতে একযোগে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ফোরাম নেতৃবৃন্দ।

















