সারাদেশ

দেবহাটায় শ্রমিক কল্যান ফেডারেশনের সভায় মত বিনিময় করেন জামায়াত মনোনীত প্রার্থী

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ৩:২৮:৪১

শেয়ার করুন

মো:রিয়াজুল ইসলাম,স্টাফ রিপোর্টার।। সাতক্ষীরার দেবহাটায় জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে ইজিবাইক ও মাহিন্দ্র ড্রাইভার শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সখিপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে বৃহস্পতিবার দুপুর ১টায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। শ্রমিক কল্যান ফেডারেশনের দেবহাটা উপজেলার সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক। সভায় প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে এলাকার শান্তিশৃঙ্খলা ও উন্নয়ন করতে হবে। আর এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুহাদ্দিস আব্দুল খালেক ইসলামের আইন ছাড়া একটি সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছানো যায় না উল্লেখ করে বলেন, দেশে বর্তমানে জামায়াতে ইসলামীর প্রতি সাধারন মানুষ বিশ্বাস স্থাপন করেছে। তাই প্রতিটি সেক্টরে জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয়ী হচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে হবে। উক্ত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content