সারাদেশ

তুরাগে এমবি কোম্পানির ডিনার পার্টি অনুষ্ঠিত: কর্মীদের আস্থা ও উৎসাহ বাড়াবে আয়োজন

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ৩:৩৮:৫২

শেয়ার করুন

আজ শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর ৫৪ নং ওয়ার্ডের তুরাগ থানাধীন ধউরে অবস্থিত আল হেলাল রেস্টুরেন্টে এমবি কোম্পানির উদ্যোগে এক জমকালো ডিনার পার্টির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আলম হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন এমবি মিডিয়া ব্র্যান্ডর্স কোম্পানির ইন্টার্ন সুপারভাইজার মো. আজিম উদ্দিন। টিম লিডার নূর আমিনের সভাপতিত্বে এবং মমিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে এমবি মিডিয়া ব্র্যান্ডর্স-এর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইঞ্জি. আলম হোসেন এমবি কোম্পানির সার্বিক মঙ্গল কামনা করেন। বিশেষ অতিথি মো. আজিম উদ্দিন কোম্পানির বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন এবং কর্মীদের যেকোনো সমস্যায় তার সাথে যোগাযোগের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে টিম লিডার নূর আমিন বলেন,
“আমি কৃতজ্ঞতা জানাই আমাদের নিয়োগ কর্মকর্তা জেনক্যালী ম্যাম এবং ইন্টার্ন সুপারভাইজার আজিম উদ্দিন ভাইকে। তাদের সহযোগিতা ও উৎসাহেই আমি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছি।”

তিনি আরও বলেন,
“অনেকে মনে করেন এমবি কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে বা অনিশ্চয়তায় আছে—এই ধারণা সম্পূর্ণ ভুল। এমবি কোম্পানি আগামী পাঁচ বছর নয়, বরং দীর্ঘ সময় ধরে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে, ইনশাআল্লাহ। এখানে দায়িত্বহীনতার কোনো স্থান নেই। কর্মীর ভুল ধরা হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়—এটাই প্রতিষ্ঠানের শৃঙ্খলা।”

টিম লিডার নূর আমিন জানিয়ে বলেন, এমবি মিডিয়া ব্র্যান্ডর্স শুধু একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়—এটি একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এবং কর্মসংস্থানের বৃহৎ ক্ষেত্র, যেখানে প্রতিদিন অসংখ্য তরুণ নতুনভাবে কাজের সুযোগ পাচ্ছে। কোম্পানি ইতোমধ্যে দেশের বহু জেলায় নিজস্ব অফিস প্রতিষ্ঠা করেছে এবং আরও কয়েকটি জেলায় কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। লক্ষ্য—বাংলাদেশের প্রতিটি জেলায় এমবি’র কর্মসংস্থান সৃষ্টি করা।

সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“এমবি মিডিয়া ব্র্যান্ডর্স বেকারত্ব দূরীকরণে এক অনন্য উদ্যোগ। পরিশ্রম, সততা ও নিষ্ঠাই এখানে সাফল্যের চাবিকাঠি। আমার সহকর্মীদের মধ্যে জহির, ইমন, মুনা ভাই, মোহাম্মদ আলফাজ দেওয়ান ও শাকিল—তাদের অবদান বিশেষভাবে স্মরণীয়।”

তিনি আশা প্রকাশ করেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কর্মীরা নতুন উৎসাহে কাজে ফেরার অনুপ্রেরণা পাবে এবং এমন আয়োজন সাধারণ মানুষের মাঝে এমবি কোম্পানির প্রতি আরও আস্থা তৈরি করবে। কোম্পানির এ ধারা অব্যাহত থাকলে দেশের বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখবে।

শেষে কোম্পানির সার্বিক মঙ্গল কামনা করে এবং কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

পরিচয় পর্ব ও আলোচনা শেষে খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content