প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ৫:৫৫:৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা–বেগম খালেদা জিয়ার পাশে থাকতে যে কোনো সময় দেশে ফিরতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
খোকন জানান, চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে সিসিইউ থেকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে প্রয়োজনীয় বিশেষায়িত পরীক্ষা–নিরীক্ষার জন্য। তিনি বলেন, “তারেক রহমান সব সময় মায়ের খোঁজ রাখছেন। প্রয়োজনে তিনি যে কোনো মুহূর্তেই দেশে ফিরতে পারেন।”
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ জানান, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা ক্রিটিক্যাল হলেও এখনো স্থিতিশীল রয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, “খালেদা জিয়া সচেতন আছেন, চিকিৎসকদের কথা বুঝতে পারছেন এবং নির্দেশনা অনুসরণ করছেন। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ, তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।”
সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম জানান, “তিনি আগের অবস্থায়ই আছেন, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। সবাই দোয়া করবেন।”
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের আশা–আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত। আমরা দোয়া করছি আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর অবস্থার আরও অবনতি হলে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।











