প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ৫:৩২:৩১

সংবাদ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ৪৮নং ওয়ার্ডের জহির মার্কেট এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও দেশের মানুষের আশা ও আস্থার প্রতীক। তাঁর সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া হচ্ছে—এটাই প্রমাণ করে তিনি এখনও জনগণের হৃদয়ের নেত্রী।”
তাঁতীদলের সভাপতি মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ নিজাম তালুকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—৪৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাসির মৃধা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি সাইফুল মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান, যুগ্ম আহ্বায়ক শাহজালাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজীবুর রানা, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিটন মৃধা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক মানবাধিকার সম্পাদক আলামিন শুভ, সুমন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।











