প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ৫:০৬:৩০

মো:রিয়াজুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব টাউন শ্রীপুর বাজার জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন টাউন শ্রীপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাত্তার, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর পল্টু, যুগ্ন আহ্বায়ক আব্দুর রহমান ও তরিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তানভীর ইসলাম, এছাড়া উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ মুসল্লিরা এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

















