প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ৩:৪৪:৪২

ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসের ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে জরুরি সহায়তা পৌঁছানোয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ড. হারিনী আমারাসুরিয়া। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই ফোনালাপ হয়।
ফোনে লঙ্কান প্রধানমন্ত্রী বলেন, শত শত প্রাণহানি ও ব্যাপক দুর্যোগের সময়ে বাংলাদেশের সহায়তা তাদের জন্য বড় শক্তির উৎস। তিনি বাংলাদেশের পক্ষ থেকে মানবিক সহায়তা ও সংহতি প্রদর্শনের জন্য বিশেষ ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস শ্রীলঙ্কার ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত। তিনি অতিরিক্ত জরুরি সহায়তা ও দুর্যোগ-প্রতিক্রিয়া বিশেষজ্ঞ পাঠানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এর আগে বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ শ্রীলঙ্কায় ১০ টন ত্রাণ সামগ্রী পাঠায়। এর মধ্যে ছিল তাঁবু, শুকনো খাবার, মশারি, ওষুধ, টর্চ লাইট, রেসকিউ হেলমেট ও গাম বুটসহ জরুরি উপকরণ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল, সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এই ত্রাণ নিয়ে কলম্বো পৌঁছান।
ফোনালাপে ড. ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন।
এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, দিতওয়ার ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৩৪ জনের মৃত্যু হয়েছে এবং দুই শতাধিক মানুষ নিখোঁজ আছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজারেরও বেশি ঘরবাড়ি এবং অন্তত ১ লাখ ২৩ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।











