নির্বাচন

ঢাকা-১৭ থেকে তারেক রহমান, ভোলা-১ এ সরে গেলেন আন্দালিভ পার্থ

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৩:০৯:৩৩

শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন।

দলের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি যে তিনটি আসন জোটসঙ্গীদের জন্য ছেড়ে দিয়েছে, তার একটি ছিল গুলশান-বনানী ও বারিধারার অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭। এই আসন থেকে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল।
তবে দেশে ফেরার পর শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এরপর বিএনপির শীর্ষ নেতারা তাঁকে এই আসন থেকেই নির্বাচন করার অনুরোধ জানান। দলের এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আন্দালিভ রহমান পার্থ ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে আন্দালিভ রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। তিনি নিজ দলের প্রতীকেই ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন এবং ইতিমধ্যে ওই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, ভোলা-১ আসনে এর আগে বিএনপি প্রাথমিকভাবে গোলাম নবী আলমগীরকে প্রার্থী ঘোষণা করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে আন্দালিভ রহমানের বিপরীতে বিএনপি আর কোনো প্রার্থী দেবে না বলে জানা গেছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content