প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ২:২১:০৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিলেট বিভাগে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার সিলেট বিভাগের ১৯টি আসনে মোট ১৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ৮ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।
সিলেট জেলায় একমাত্র বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ, যিনি ‘চাকসু মামুন’ নামে পরিচিত। তিনি সিলেট-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এই আসনটি বিএনপি জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামীকে ছেড়ে দিয়েছে। এখানে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক জোটপ্রার্থী হলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মামুনুর রশীদকে ইতোমধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার চেয়ারম্যান মো. মহসিন মিয়া। যদিও এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন হাজী মুজিবুর রহমান চৌধুরী।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমদ দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।
সুনামগঞ্জ-৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির দলীয় প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক আবিদ।
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির দলীয় প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।
এছাড়া হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির সাবেক জেলা সভাপতি সৈয়দ ফয়সল দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে এসব নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সিলেট বিভাগে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও শৃঙ্খলা প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে।











