রাজনীতি

ভারতের সঙ্গে জামায়াত আমীরের ‘গোপন বৈঠক’ সংবাদের তীব্র নিন্দা

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ৬:৪০:২৯

শেয়ার করুন

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স–কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ভারতের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জামায়াতের শীর্ষ নেতা।

সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক জানতে চান—ভারত যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে কোনো যোগাযোগ, কথাবার্তা কিংবা বৈঠক হয়েছে কি না। জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সেরে উঠে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের বহু ব্যক্তি ও কূটনীতিক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অন্যান্য দেশের কূটনৈতিকদের পাশাপাশি তখন ভারতের দুজন কূটনীতিকও তার বাসায় এসে সাক্ষাৎ করেন।
তিনি জানান, অন্যান্য কূটনীতিকদের মতো ভারতীয় কূটনীতিকদের সঙ্গেও স্বাভাবিক সৌজন্য বিনিময় হয়েছে। এ সময় তিনি তাদের স্পষ্ট করে বলেন, যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন—সেসব বিষয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎও প্রচারে আনার কথা তিনি জানিয়েছিলেন।

তবে ভারতীয় কূটনীতিকরা তখন সেই সাক্ষাৎ সংবাদ আকারে প্রকাশ না করার জন্য অনুরোধ করেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পরবর্তীতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে, সেখানে গোপনীয়তার কোনো প্রশ্ন নেই।

এ প্রেক্ষাপটে তিনি গভীর বিস্ময় প্রকাশ করে বলেন, কিছু দেশীয় গণমাধ্যম ভারতের সঙ্গে জামায়াত আমীরের ‘গোপন বৈঠক’ হয়েছে—এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি এসব সংবাদের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content