প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ৯:১০:১৭

সংবাদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে টঙ্গীর তুরাগ নদীর তীরে এই বছর বিশ্ব ইজতেমা আয়োজন বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্বাচন ও ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে তুরাগ এলাকায় কোনো ধরনের সমাবেশ বা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত আগামী বছরের ২-৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২-২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য আবেদন করা হয়েছিল। তবে নির্বাচনী পরিস্থিতি বিবেচনায় এগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





