সারাদেশ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা মাহদী হাসান গ্রেফতার

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৪:১৭:৪০

শেয়ার করুন

সংবাদ-
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে গিয়ে মাহদী হাসানের সঙ্গে থানার ওসির বাগবিতণ্ডা হয়। এ সময় তিনি পুলিশের প্রতি হুমকিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

প্রায় ৪৬ সেকেন্ডের ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, জুলাই অভ্যুত্থানের সরকার গঠনের দাবি করে তিনি প্রশাসনকে আন্দোলনকারীদের পক্ষের শক্তি হিসেবে উল্লেখ করেন। ভিডিওর এক পর্যায়ে তিনি হবিগঞ্জের আন্দোলনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে অতীতে সংঘটিত সহিংস ঘটনার কথাও তুলে ধরেন।

ভিডিওতে পাশে থাকা কয়েকজন তাকে থামানোর চেষ্টা করলেও তিনি বক্তব্য অব্যাহত রাখেন। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে বিষয়টি।

এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মাহদী হাসানকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content