রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে তারেক রহমানের সঙ্গে ঐক্য পরিষদের নেতাদের সাক্ষাৎ

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৬:১৪:২১

শেয়ার করুন

সংবাদ-

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে তারেক রহমান সংখ্যালঘু সম্প্রদায়কে বিভাজনের রাজনীতিতে জড়াতে তিনি আগ্রহী নন বলে স্পষ্টভাবে জানান। তিনি বলেন, বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলিত দেশ, এখানে বিভেদ নয়—ঐক্যই রাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত।
সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ ও সুব্রত চৌধুরী শ্রীশ্রী। এছাড়াও ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তারেক রহমানের প্রতি সমবেদনা জানান।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content