জাতীয়

ভারতে বাংলাদেশিদের পর্যটক ভিসা কার্যক্রম আরও সংকুচিত

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ১:৩৩:৩৮

শেয়ার করুন

সংবাদ:
ভারতে অবস্থিত বাংলাদেশের তিনটি উপদূতাবাস—কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান কার্যক্রম ‘সীমিত’ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৭ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এর আগে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলায় সহকারী হাইকমিশনের দফতর থেকেও ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে কেবল আসামের গুয়াহাটিতে অবস্থিত সহকারী হাইকমিশনের দফতর থেকেই ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া হচ্ছে।

তবে পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত বছর গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঢাকার ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এর পরপরই নিরাপত্তাজনিত কারণে ভারত সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

পরবর্তীতে ভিসা সেন্টারগুলো পুনরায় চালু হলেও ভারত সরকার জানিয়ে দেয়, মেডিকেল ভিসা ও জরুরি প্রয়োজন ব্যতীত অন্যান্য ভিসা আপাতত ইস্যু করা হবে না। এর ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরিভাবে বন্ধ রয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content