সারাদেশ

ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৩:১২:২৬

শেয়ার করুন

সংবাদ:
নির্বাচনী প্রচার শুরুর আগেই ভোটারদের দৃষ্টি আকর্ষণে অভিনব উদ্যোগ নিচ্ছেন বিএনপির প্রার্থীরা। দেশজুড়ে এমন তৎপরতার মধ্যেই ব্যতিক্রমী এক নজির গড়েছেন ঢাকা-১৮ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

উত্তরার ৯ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় তিনি অফিসিয়াল প্যাডে লেখা একটি চিঠির সঙ্গে আলাদা করে ‘স্যরি’ ও ‘ধন্যবাদ’ জানিয়ে স্থানীয়দের কাছে পৌঁছে দিচ্ছেন বার্তা। নির্বাচনী সময়ে নেতাকর্মী ও সমর্থকদের বাড়তি উপস্থিতিতে যেন এলাকাবাসীর কোনো ভোগান্তি না হয়—সেই বিষয়ে আগাম সতর্কতাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে নির্বাচিত হওয়ার আগেই জনগণের কাছে নিজের জবাবদিহিতার বার্তাও স্পষ্ট করেছেন তিনি।
ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত ও তুরাগ থানা। এটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, যার মাধ্যমে দেশের ২৭টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ স্থাপিত হয়। আন্তর্জাতিক বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য কেন্দ্রিক গুরুত্বের কারণে এই আসনের ভোটারদের প্রত্যাশাও তুলনামূলক বেশি।

বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও চান ঢাকায় দলীয় প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে দেখতে। এ প্রসঙ্গে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন জানান, অঞ্চলভিত্তিক সমস্যার সমাধান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় তিনি দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী।

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের প্রার্থী, এনসিপির আরিফুল ইসলাম আদীব।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content