আইন-শৃঙ্খলা

কেরানীগঞ্জে ২১ দিন পর নিখোঁজ কিশোরী ও মায়ের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ৫:৩২:৩৬

শেয়ার করুন

রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ২১ দিন পর এক কিশোরী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে মুসলিমবাগ ডায়াবেটিস বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন— জোবাইদা রহমান ফাতেমা (১৪) এবং তার মা রোকেয়া রহমান (৩২)। স্বজনদের বরাতে জানা গেছে, নিহত রোকেয়ার স্বামী শাহীন আহম্মেদ পেশায় একজন মুহুরী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর গৃহশিক্ষিকার কাছে পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় স্কুলছাত্রী ফাতেমা। এরপর সে আর বাড়ি ফেরেনি। মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন তার মা রোকেয়া রহমানও। দীর্ঘ ২১ দিন পর তাদের দুজনের মরদেহের সন্ধান পাওয়া যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশির একপর্যায়ে খাটের নিচ থেকে রোকেয়া রহমানের মরদেহ এবং বাথরুমের ফল ছাদ থেকে কিশোরী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content