রাজনীতি

নির্বাচনি মাঠে বিএনপি: আজ উদ্বোধন হচ্ছে অফিসিয়াল থিম সং

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ১০:২৬:২৩

শেয়ার করুন

সংবাদ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের অফিসিয়াল নির্বাচনি থিম সং প্রকাশ করতে যাচ্ছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আনুষ্ঠানিকভাবে থিম সংটির উদ্বোধন করা হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই থিম সংয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে। বিশেষভাবে এতে প্রতিফলিত হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী রাজনৈতিক ভাবনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থিম সংটি প্রকাশ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে বিএনপির প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content