প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ৮:২৫:২২
রাজশাহীর দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলা চত্বরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরের এরশাদ আলীর মেয়ে হিরা খাতুন (২৪) ও তার ভাতিজি মেঘা খাতুন (৮)।
স্থানীয়রা জানান, আজ সকালে মেঘা পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায়। তাকে বাঁচাতে গেলে তার ফুফু হিরা খাতুনও পড়ে যান। এতে পুকুরের পানিতে ডুবে দুইজনেরই মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।