জাতীয়

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের চেষ্টা চলছে

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৩ , ১০:১০:৪১

0Shares

শেয়ার করুন

 

 

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রোববার (১৬ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা

মন্ত্রী বলেন, পার্বত্য শান্তি চুক্তি শতভাগ বাস্তবায়িত হয়েছে সে কথা বলব না। শান্তিচুক্তি বাস্তবায়নের চেষ্টা চলছে। মাঝে মাঝে সংঘর্ষ হয় যা আইনশৃঙ্খলা বাহিনী সমাধানে সক্ষম।

জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ৬ সপ্তাহ পর্যবেক্ষণ করতে চাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনের বিষয় নির্বাচন কমিশন দেখবে। তারা স্বাধীন। আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ।

পার্বত্য অঞ্চলে কফি ও কাজু বাদামের চাষ ভালো হয় উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য হ্রাস করতে কফি ও কাজু বাদাম চাষে জোর দিচ্ছি। এখন সিলেটকে মানুষ যেমন চায়ের নগরী হিসেবে চেনে, তেমনি একদিন পার্বত্য অঞ্চলকে সবাই কফি ও কাজু বাদামের অঞ্চল হিসেবে চিনবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি।

 

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content