প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ৩:২৭:৫৮
লক্ষ্মীপুরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত সজীব যুবদল কর্মী বলে বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। বিকাল ৫টার দিকে শহরের আধুনিক হাসপাতালের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ইব্রাহিমের অবস্থা গুরুতর। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।