রাজনীতি

তরুণদের নিয়ে রাজপথে ফ্যাসিবাদী সরকারকে রুখে দেবো-এস এম জিলানী

  প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ১১:০৪:০৭

শেয়ার করুন

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সামনে রেখে সমাবেশস্থল পরিদর্শন করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতারা। এ তিন সংগঠনের উদ্যোগেই অনুষ্ঠিত হবে আগামীকালের সমাবেশ।

উদ্যান পরিদর্শনে গিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘সমাবেশের প্রস্তুতি অনেক আগেই শেষ হয়েছে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘দেশের যুব সমাজের যারা অধিকারবঞ্চিত, চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার তাদের আমরা ঐক্যবদ্ধ করছি মাফিয়া সরকারের বিরুদ্ধে।’

‘সমাবেশে নতুন জাগরণ সৃষ্টি হবে’ উল্লেখ করে জিলানী বলেন, ‘কালকে তারুণ্যের নতুন ইতিহাস সৃষ্টি হবে। তরুণদের নিয়ে রাজপথে এই ফ্যাসিবাদী সরকারকে রুখে দেবো।’

এসময় চার কোটি ৭০ লাখ তরুণ গত ১৪ বছরে ভোট দিতে পারেনি বলে দাবি করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। বলেন, ‘তারা অধিকারবঞ্চিত। গত ৫টি বিভাগীয় তারুণ্যের সমাবেশে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে।’

সমাবেশকে কেন্দ্র করে কোনো বাধার শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে জিলানী বলেন, ‘বাধা দেওয়াতো এই সরকারের নিত্য কাজ। সেটাকে মাথায় রেখেই আমার কাজ করে যাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম প্রমুখ।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content