খেলাধূলা

আগামীকাল মাঠে নামছে ভারত-পাকিস্তান

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৪:৩৪:৪৪

শেয়ার করুন

২২ গজে ভারত-পাকিস্তানের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। তবে আগের মতো সেই উত্তাপ আর দেখা যায় না। যার পেছনে রয়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক। আইসিসি বা এসিসি আয়োজিত টুর্নামেন্ট ছাড়া দুই দলের লড়াই দেখা যায় না। তবে আসন্ন এশিয়া কাপের আগে আবারো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমিরা।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এমার্জিং এশিয়া কাপের ফাইনাল ইতোমধ্যে নিশ্চিত করেছে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে দুই দল তাদের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

আগামীকাল কলম্বোতে বাংলাদেশ সময় আড়াইটায় হাইভোল্টেজ ফাইনালে ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। পুরুষদের ক্রিকেটে ২০২৩ সালে এই দ্বিতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান।

ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন ইয়াশ ধুল, অপরদিকে পাকিস্তানের দায়িত্ব থাকছে জাতীয় দলের জার্সিতে খেলা মোহাম্মদ হারিসে কাঁধে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের জয়ী দল চ্যাম্পিয়ন শিরোপাত তাকমা লাগাবে আগামীকাল।

 


শেয়ার করুন