রাজনীতি

সালাম-নিপুণসহ বিএনপির ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৩ , ৫:৪৯:২৪

শেয়ার করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায়, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ মামলায় আরও আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ বিএনপির ২৯ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ আরও ৩০০/৪০০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদের মধ্যে আব্দুস সালাম আজাদসহ পাঁচজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। নিপুণ রায়সহ ১৯ জন পলাতক দেখানো হয়েছে। গত রাতে সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন। আজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম।

উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ শুরু করলে শুরু দুপক্ষের সংঘর্ষ। এসময় পুলিশের লাঠিচার্জ ও গুলিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির শতাধিক নেতাকর্মী আহত হন।


শেয়ার করুন