প্রতিনিধি ৮ আগস্ট ২০২৩ , ১১:৩৬:৪০
এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে বরিশালে বৃষ্টিতে ভিজে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
কর্মসূচিতে বক্তব্য দেয় অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ইশান দাস, জয় কর্মকার, স্মরণ, লিয়ন, আরিয়ান প্রমুখ।
শিক্ষার্থীরা জানায়, অতীতে এইচএসসি অধ্যায়নরতদের পড়াশোনার জন্য ২৪ মাস সময় দেওয়া হতো। কিন্তু সেশনজট কমানোর অজুহাতে এবার সময় দেওয়া হয়েছে মাত্র ১৫ মাস। এই অল্প সময়ে সিলেবাস শেষ করা সম্ভব না। প্রস্তুতিবিহীন অবস্থায় পরীক্ষায় অংশ নিলে খারাপ ফলাফল আসবে। এজন্য এইচএসসির ঘোষিত সময়সূচি পিছিয়ে দেওয়া হোক।
উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করার পরই দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষার্থীরা।