সারাদেশ

নেত্রকোনায় ‘বঙ্গবন্ধুর জীবনী’ নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ১০:২৪:০৭

শেয়ার করুন

নেত্রকোনায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ব্ঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনী’ ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ আগস্ট) জেলা শহরের রাজুর বাজারে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়ে এই বিতর্কের আয়োজন করা হয়। এতে সদর উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেই সঙ্গে বিদ্যালয়গুলোর শিক্ষক প্রতিনিধিরাও অংশ নেন।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোসা. আলতাফ উন নাহার ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সরকারী অধ্যাপক মো. আব্দুল হালিম। এতে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয়, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ও নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content