খেলাধূলা

পরশু ম্যাচ, ভারতের ভিসা পায়নি কিংস

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ১২:০২:৫২

শেয়ার করুন

 

 

এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ নিয়ে বেশ ভোগান্তিতে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। পরশু দিন মোহনবাগানের বিপক্ষে ম্যাচ অথচ আজ পর্যন্ত ভিসা পায়নি বসুন্ধরা কিংস।

 

এএফসির নিয়মানুযায়ী আজ ভেন্যুতে উপস্থিত থাকার কিংসের। এজন্য কিংস বিমান ও হোটেলের আনুষ্ঠানিক ব্যবস্থাও করেছিল। ভিসা না পাওয়ায় তাদের সকল পরিকল্পনা ভেস্তে যায়। গতকাল সন্ধ্যায় এএফসি’র কম্পিটিশন বিভাগে কিংস চিঠি দিয়ে সামগ্রিক বিষয় অবহিত করেছে।

বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক সংক্ষিপ্ত এক প্রেস বার্তায় উল্লেখ করেন, ‘বিকেল পাচটা পর্যন্ত বসুন্ধরা কিংস ভিসা পায়নি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে আমরা আজ ভিসা গ্রহণ করতে পারব।’

আজ রাতে ভিসা পেলেও আগামীকাল পুরো দলের এক ফ্লাইটে টিকিট পাওয়াও কষ্টসাধ্য। বসুন্ধরা কিংস আজ রাতে পাসপোর্ট পাওয়ার পর আবার তাদের অবস্থান ব্যক্ত করবে।

 


শেয়ার করুন