রাজনীতি

বিএনপির মহাসমাবেশ শুরু

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৩ , ৮:৪৪:০৪

0Shares
default

শেয়ার করুন

সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা আগে আজ শনিবার দুপুর পৌনে একটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

এই মহাসমাবেশের মধ্য দিয়ে সরকারবিরোধী চূড়ান্ত ধাপের আন্দোলনে নামলো বিএনপি। এখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content