সারাদেশ

সাভার ও গাজীপুরে বাসে আগুন

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৩ , ১০:১২:২৪

শেয়ার করুন

গাজীপুর ও সাভারে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওলিয়াবাড়ী এলাকায় আঞ্জুমান তেলের পাম্পের কাছে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের বলিয়ারপুর এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, রাত ৯টার দিকে দেওলিয়াবাড়ী আঞ্জুমান তেলের পাম্পের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা আজমেরি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ছাড়া সাভারে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিস বাসে অগ্নিসংযোগের খবর পায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বাসে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content