প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ২:৪৫:৪০
ময়মনসিংহের ত্রিশালে স্টিলের ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে একটি লরি ও প্রাইভেটকার। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চার লেন সড়কে চেলের ঘাটে দুইটি ব্রিজের মধ্যে স্টিলের ব্রিজটিতে অতিরিক্ত ওজনের একটি লরি ময়মনসিংহের দিকে যাওয়ার সময় স্টিল ব্রিজে পৌঁছালে বিকট শব্দ করে ধসে পড়ে। এ সময় ব্রিজে থাকা আরেকটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়। প্রাইভেটকারটি যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে এবং লরিটি বিদ্যুতের ট্রান্সফরমার নিয়ে ঢাকা থেকে জামালপুরে যাচ্ছিল।
ময়মনসিংহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, ব্রিজটি পুরোনো। ওভারলোডের কারণে ভেঙে পড়েছে।
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম বলেন, এ ঘটনায় কেউ মারা যায়নি, তবে কয়েকজন আহত হয়েছেন।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশে আরেকটি ব্রিজ থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।